বাংলাদেশ  সিভিল সার্ভিস (BCS)

২৫তম বিসিএস লিখিত পরীক্ষা ২০০৪ | বাংলা

Exam Date: September 3, 2004

Total Questions (9)

২৫তম বিসিএস

সাধারণ বাংলা (আবশ্যিক)


১. যে কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লিখুন:

(ক) আইনের শাসন ও বাংলাদেশ;

(খ) মুক্তবাজার অর্থনীতি,

(গ) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুফল ও কুফল:

(ঘ) বাংলাদেশে আর্সেনিক সমস্যা,

(ঙ) তথ্যপ্রযুক্তি ও বর্তমান বিশ্ব।


২. ভাব-সম্প্রসারণ করুন:

(ক) সংস্কৃতি শব্দটি উচ্চারণ করা সহজ, বোঝা কঠিন এবং বোঝানো কঠিনতর।

 

অথবা,

 

(খ) স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।


৩. সারমর্ম লিখুন:

(ক) “মনুষ্য স্বভাবতই স্বসুখনিরত। সে আপনার বিনা আর কিছু জানে না, আপনার বিনা আর কিছু বোঝে না, আপনার বই আর কিছুরই খবর লইতে অবসর পায় না। এইরূপ আত্মচিন্তা প্রাণিমাত্রেরই অপরিহার্য গতি। ইহা যেমন মনুষ্যে আছে, পশুপক্ষী কীট-পতঙ্গাদিতেও তেমনই বিদ্যমান রহিয়াছে। কারণ, ক্ষুধা-তৃষ্ণা যাহার জীবনশক্তির প্রণোদনা এবং শীত ঝড় যাহার স্বাভাবিক শত্রু, সে ব্রহ্মাণ্ডের সকলকে ছাড়িয়া আগে আপনার ভাবনা না ভাবিয়াই পারে না, আপনার ভাবনা ভুলিয়া গেলে, তাহার জীবনশক্তিই নিরবলম্ব হইয়া ম্রিয়মান হয়। কিন্তু প্রকৃত মহত্ত্ব সেই আপনার ভাবনার সঙ্গে সঙ্গে অপরের ভাবনাকেও আপনার করিয়া লয় এবং সময়ে সময়ে, যেন আপনারই উচ্ছ্বাসে আপনি উচ্ছ্বাসিত হইয়া; যেন আপনারই প্রভাবের স্রোতবেশে আপনি প্রবাহিত হইয়া, পরার্থ আপনাকে অল্প বা অধিক পরিমাণে এবং কুসি কখনও সর্বতোভাবে বিসর্জন দেয়।"

 

অথবা,

 

(খ) জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিছে

চলে যেতে হবে আমাদের।

চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাবো অম্লান,

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


৪. যে কোন পাঁচটি বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।

(ক) আঠারা মাসে বছর;

(খ) কালনেমির লঙ্কা ভাগ;

(গ) ঘর-জাত করা;

(ঘ) ঘাট মানা;

(ঙ) চড় মেরে গড়ঃ

(চ) শিয়ালের ডাক;

(ছ) হাড়-হদ,

(জ) অতি আশা বাঘের বাসা,

(ঝ) পেট গরম

(ঞ) ছ আঙ্গুলের আঙ্গুল।


৫. এক কথায় প্রকাশ করুন (যে কোনো পাঁচটি):

(ক) আপনারই রং যে লুকায়;

(খ) একই গুরুর শিষ্য;

(গ) কষ্টে গমন করা যায় যেখানে;

(ঘ) জয়ের জন্য যে উসব;

(ঙ) সরোবরে জন্মে যা;

(চ) মৃত্তিকা দিয়ে নির্মিত;

(ছ) পুনঃপুনঃ দীপ্তি পাচ্ছে যা

(জ) দু'বার জন্মে যে;

(ক) সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা,

(ঞ) যে মেয়ের বিয়ে হয়নি।


৬. শুদ্ধ করে লিখুন:

(ক) গড্ডালিকা প্রবাহ;

(খ) ইহার আবশ্যক নাই,

(গ) এটা হচ্ছে যঠদশ বার্ষিক সাধারণ সভা,

(ঘ) সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন;

(ঙ) তিনি সন্ত্রীক কুমিল্লায় বাস করেন;

(চ) লোকটি ডোমার বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছে;

(ছ) বর্ণিত অবস্থা প্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর করা যায়;

(জ) মেধাবী ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে;

(ঝ) স্বাক্ষরতা কর্মসূচী সফল হয়েছে।

(ঞ) উপরোক্ত।


৭ সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) ষান্মাসিক

(খ) রাজী

(গ) শয়ন

(ঘ) মিথ্যুক;

(ঙ) বিদ্যুদ্বেগ

(চ) পর্যালোচনা

(ছ) ঐশ্বরিক

(৫) অতীব

(ক) তত্বর

(ঞ) উসর্গ


৮. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?

(খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের পূর্ণনাম লিখুন, উপাধিসহ।

(গ) মধ্যযুগের বাংলার সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?

(৫) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'ভ্রান্তিবিলাস' ইংরেজি কোন বইয়ের অনুবাদ?

(ঘ) আলাওল রচিত তিনটি কাব্যের নাম লিখুন।

(চ) বৈষ্ণব পদাবলীর দু'জন পদকর্তার নাম লিখুন।

(ছ) 'বেতাল পঞ্চবিংশতি' কার লেখা?

(জ) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

(ক) মুনীর চৌধুরীর দুটি নাটকের নাম লিখুন।

(ঞ) 'অশ্রুমালা' কাব্যের রচয়িতা কে?


Total Questions (9)

২৫তম বিসিএস

সাধারণ বাংলা (আবশ্যিক)


১. যে কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লিখুন:

(ক) আইনের শাসন ও বাংলাদেশ;

(খ) মুক্তবাজার অর্থনীতি,

(গ) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুফল ও কুফল:

(ঘ) বাংলাদেশে আর্সেনিক সমস্যা,

(ঙ) তথ্যপ্রযুক্তি ও বর্তমান বিশ্ব।


২. ভাব-সম্প্রসারণ করুন:

(ক) সংস্কৃতি শব্দটি উচ্চারণ করা সহজ, বোঝা কঠিন এবং বোঝানো কঠিনতর।

 

অথবা,

 

(খ) স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।


৩. সারমর্ম লিখুন:

(ক) “মনুষ্য স্বভাবতই স্বসুখনিরত। সে আপনার বিনা আর কিছু জানে না, আপনার বিনা আর কিছু বোঝে না, আপনার বই আর কিছুরই খবর লইতে অবসর পায় না। এইরূপ আত্মচিন্তা প্রাণিমাত্রেরই অপরিহার্য গতি। ইহা যেমন মনুষ্যে আছে, পশুপক্ষী কীট-পতঙ্গাদিতেও তেমনই বিদ্যমান রহিয়াছে। কারণ, ক্ষুধা-তৃষ্ণা যাহার জীবনশক্তির প্রণোদনা এবং শীত ঝড় যাহার স্বাভাবিক শত্রু, সে ব্রহ্মাণ্ডের সকলকে ছাড়িয়া আগে আপনার ভাবনা না ভাবিয়াই পারে না, আপনার ভাবনা ভুলিয়া গেলে, তাহার জীবনশক্তিই নিরবলম্ব হইয়া ম্রিয়মান হয়। কিন্তু প্রকৃত মহত্ত্ব সেই আপনার ভাবনার সঙ্গে সঙ্গে অপরের ভাবনাকেও আপনার করিয়া লয় এবং সময়ে সময়ে, যেন আপনারই উচ্ছ্বাসে আপনি উচ্ছ্বাসিত হইয়া; যেন আপনারই প্রভাবের স্রোতবেশে আপনি প্রবাহিত হইয়া, পরার্থ আপনাকে অল্প বা অধিক পরিমাণে এবং কুসি কখনও সর্বতোভাবে বিসর্জন দেয়।"

 

অথবা,

 

(খ) জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিছে

চলে যেতে হবে আমাদের।

চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাবো অম্লান,

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


৪. যে কোন পাঁচটি বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।

(ক) আঠারা মাসে বছর;

(খ) কালনেমির লঙ্কা ভাগ;

(গ) ঘর-জাত করা;

(ঘ) ঘাট মানা;

(ঙ) চড় মেরে গড়ঃ

(চ) শিয়ালের ডাক;

(ছ) হাড়-হদ,

(জ) অতি আশা বাঘের বাসা,

(ঝ) পেট গরম

(ঞ) ছ আঙ্গুলের আঙ্গুল।


৫. এক কথায় প্রকাশ করুন (যে কোনো পাঁচটি):

(ক) আপনারই রং যে লুকায়;

(খ) একই গুরুর শিষ্য;

(গ) কষ্টে গমন করা যায় যেখানে;

(ঘ) জয়ের জন্য যে উসব;

(ঙ) সরোবরে জন্মে যা;

(চ) মৃত্তিকা দিয়ে নির্মিত;

(ছ) পুনঃপুনঃ দীপ্তি পাচ্ছে যা

(জ) দু'বার জন্মে যে;

(ক) সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা,

(ঞ) যে মেয়ের বিয়ে হয়নি।


৬. শুদ্ধ করে লিখুন:

(ক) গড্ডালিকা প্রবাহ;

(খ) ইহার আবশ্যক নাই,

(গ) এটা হচ্ছে যঠদশ বার্ষিক সাধারণ সভা,

(ঘ) সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন;

(ঙ) তিনি সন্ত্রীক কুমিল্লায় বাস করেন;

(চ) লোকটি ডোমার বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছে;

(ছ) বর্ণিত অবস্থা প্রেক্ষিতে তার আবেদন মঞ্জুর করা যায়;

(জ) মেধাবী ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে;

(ঝ) স্বাক্ষরতা কর্মসূচী সফল হয়েছে।

(ঞ) উপরোক্ত।


৭ সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) ষান্মাসিক

(খ) রাজী

(গ) শয়ন

(ঘ) মিথ্যুক;

(ঙ) বিদ্যুদ্বেগ

(চ) পর্যালোচনা

(ছ) ঐশ্বরিক

(৫) অতীব

(ক) তত্বর

(ঞ) উসর্গ


৮. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?

(খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের পূর্ণনাম লিখুন, উপাধিসহ।

(গ) মধ্যযুগের বাংলার সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?

(৫) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'ভ্রান্তিবিলাস' ইংরেজি কোন বইয়ের অনুবাদ?

(ঘ) আলাওল রচিত তিনটি কাব্যের নাম লিখুন।

(চ) বৈষ্ণব পদাবলীর দু'জন পদকর্তার নাম লিখুন।

(ছ) 'বেতাল পঞ্চবিংশতি' কার লেখা?

(জ) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

(ক) মুনীর চৌধুরীর দুটি নাটকের নাম লিখুন।

(ঞ) 'অশ্রুমালা' কাব্যের রচয়িতা কে?