Exam Date: July 30, 2010
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
বাংলা প্রথম পত্র
১। (ক) বানান, শব্দ প্রয়োগ, বিন্যাস, চলিতরীতি ইত্যাদি শুদ্ধ করে নিম্নের বাক্যগুলো পুনরায় লিখুন
(১) অস্তমান সূর্য দেখতে পর্যটকেরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে।
(২) তিনি স্বস্ত্রীক বাহিরে গেছেন।
(৩) সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
(8) অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
(৫) মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়।
(৬) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
(৭) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা করা অনুচিত। (
(৮) নতুন নতুন ছেলেগুলো বড়ই উতপাত করছে।
(১) তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
(১০) রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিস্ময়।
(১১) বিমানের সিলেটগামী আভ্যন্তরীণ ফ্লাইটটি দেরীতে ছাড়বে।
(১২) ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
(খ) শূন্যস্থান পূর্ণ করুন:
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে___ উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে___ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা___ কে অতিক্রম করতে পারে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে কোন ___ জন্মেনা। ফলে, সকল ক্ষেত্রে তারা ___গা ভাসিয়ে দেয়।
(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিভার্থ প্রকাশ করুনঃ-৬
অতি দর্পে হত লঙ্কা।
(ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন:-
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র।
(ঙ) সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন:-
(১) না গেলে দেখতে পারে না। (যৌগিক বাক্য)
(২) আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)
(৩) সৎপথে চল, দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
(৪) তিনি আর এ পথ মাড়ান না। (জটিল বাক্য)
(৫) যদি বারণ কর তবে গান গাবনা। (সরল বাক্য)
(৬) সূর্ব পশ্চিম দিকে অন্ত যায়। (না বাচক বাক্য)
২। যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুণ (অনধিক ২০টি বাক্য):-
(ক) নাচতে না জানলে উঠান বাঁকা।
(খ) অল্প জলের ভিত পুঁটি, তার এত ছটফটি।
৩। সারমর্ম লিখুন:-
(ক) হে মহাজীবন, আর একাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক।
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
অথবা
(খ) হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুই ত্ব মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আজ যে মারামারিটা বেধেছে, সেটাও এই পণ্ডিত-মোল্লার মারামারি, হিন্দু-মুসলমানের মারামারি নয়। নারায়ণের গদা আর আল্লার তলোয়ার কোনদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনই এক, তাঁর এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না।
৪। অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন:-
(ক) চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। (
খ) নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে?
(গ) দু'জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন।
(ঘ) মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো লিখুন।
(৩) জীবনী সাহিত্য বলতে কি বুঝেন?
(চ) রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন?
(জ) বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বুঝায়?
(ঝ) বাংলা সাহিত্যে মাইকেল মধুসুদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন।
(ঞ) 'বিষাদ সিন্ধু' গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি?
(ট) বাংলা সাহিত্যে 'সবুজপত্র' পত্রিকার অবদান সম্পর্কে।
(ঠ) ধূসর পাণ্ডুলিপি' কাব্য কে রচনা করেন। তাঁর কবি মানসের পরিচয় দিন।
(৬) বিয়োগান্ত নাটক কাকে বলে? বিয়োগান্ত নাটকের বৈশিষ্ট্য কি?
(ড) পথ নাটক কাকে বলে? নাট্যকারের নামসহ দুটি পথ নাটকের নাম লিখুন।
(গ) মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন।
বাংলা-দ্বিতীয় পত্র
পূর্ণমান-১০০
সময়-৩ ঘণ্টা
১। যে-কোন একটি বিষয়ে রচনা লিখুন:-
(ক) মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস;
(খ) নদী ভাঙ্গন ও তার সম্ভাব্য প্রতিকার;
(গ) বিশ্ব জলবায়ু পরিবর্তন;
(ঘ) বাংলাদেশের জনশক্তি রপ্তানী;
(ঙ) বাংলাদেশে পাটশিল্পের ভবিষ্যৎ।
২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:-
(ক) পরিবেশ আন্দোলন:
(পরিবেশ আন্দোলনের সূচনা: এই আন্দোলনের কারণসমূহ: বিশ্ব পরিবেশ সচেতনতা; পরিবেশ আন্দোলনে বাংলাদেশের অবস্থান; এই আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; আন্দোলনের ভবিষ্যৎ: এই আন্দোলনে সরকারি-বেসরকারি সহযোগিতা।)
(খ) ভূমিকম্প:
(ভূমিকম্প কী এবং কেন হয়? ভূমিকম্পের পরিমাপ ও মারা; বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা; এর মাত্রা বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ অভিমত; ভূমিকম্প চলাকালে কী করণীয়; শেষ হলে কী কী করা কর্তব্য; ভূমিকম্প মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি; উপসংহার।)
(গ) সাংস্কৃতিক আগ্রাসন:
(দেশজ সংস্কৃতি; সংস্কৃতির বিশ্বায়নের সূচনা: বহি-সংস্কৃতির আগ্রাসন ও প্রসারণ; সাংস্কৃতিক আগ্রাসনে স্থানীয় সংস্কৃতির অবস্থা, বিশ্ব ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের ইতিবাচক দিক; স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ; সরকারের করণীয়।)
৩। যে-কোন একটি বিষয়ে পত্র লিখুন:-
(ক) স্কুল-কলেজের পাঠ্যপুস্তক ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি লিখুন।
(খ) আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পাঠের জন্য একটি মানপত্র রচনা করুণ।
(গ) বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণের যৌক্তিকতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইকে অনুপ্রাণিত করে একটি পত্র লিখুন।
সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
বাংলা প্রথম পত্র
১। (ক) বানান, শব্দ প্রয়োগ, বিন্যাস, চলিতরীতি ইত্যাদি শুদ্ধ করে নিম্নের বাক্যগুলো পুনরায় লিখুন
(১) অস্তমান সূর্য দেখতে পর্যটকেরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে।
(২) তিনি স্বস্ত্রীক বাহিরে গেছেন।
(৩) সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
(8) অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
(৫) মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়।
(৬) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
(৭) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা করা অনুচিত। (
(৮) নতুন নতুন ছেলেগুলো বড়ই উতপাত করছে।
(১) তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়।
(১০) রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিস্ময়।
(১১) বিমানের সিলেটগামী আভ্যন্তরীণ ফ্লাইটটি দেরীতে ছাড়বে।
(১২) ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
(খ) শূন্যস্থান পূর্ণ করুন:
কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে___ উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে___ প্রকাশ পায়। কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা___ কে অতিক্রম করতে পারে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে কোন ___ জন্মেনা। ফলে, সকল ক্ষেত্রে তারা ___গা ভাসিয়ে দেয়।
(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিভার্থ প্রকাশ করুনঃ-৬
অতি দর্পে হত লঙ্কা।
(ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন:-
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র।
(ঙ) সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন:-
(১) না গেলে দেখতে পারে না। (যৌগিক বাক্য)
(২) আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)
(৩) সৎপথে চল, দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
(৪) তিনি আর এ পথ মাড়ান না। (জটিল বাক্য)
(৫) যদি বারণ কর তবে গান গাবনা। (সরল বাক্য)
(৬) সূর্ব পশ্চিম দিকে অন্ত যায়। (না বাচক বাক্য)
২। যে-কোন একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুণ (অনধিক ২০টি বাক্য):-
(ক) নাচতে না জানলে উঠান বাঁকা।
(খ) অল্প জলের ভিত পুঁটি, তার এত ছটফটি।
৩। সারমর্ম লিখুন:-
(ক) হে মহাজীবন, আর একাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক।
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
অথবা
(খ) হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুই ত্ব মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আজ যে মারামারিটা বেধেছে, সেটাও এই পণ্ডিত-মোল্লার মারামারি, হিন্দু-মুসলমানের মারামারি নয়। নারায়ণের গদা আর আল্লার তলোয়ার কোনদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনই এক, তাঁর এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না।
৪। অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন:-
(ক) চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। (
খ) নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে?
(গ) দু'জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন।
(ঘ) মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো লিখুন।
(৩) জীবনী সাহিত্য বলতে কি বুঝেন?
(চ) রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন?
(জ) বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বুঝায়?
(ঝ) বাংলা সাহিত্যে মাইকেল মধুসুদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন।
(ঞ) 'বিষাদ সিন্ধু' গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি?
(ট) বাংলা সাহিত্যে 'সবুজপত্র' পত্রিকার অবদান সম্পর্কে।
(ঠ) ধূসর পাণ্ডুলিপি' কাব্য কে রচনা করেন। তাঁর কবি মানসের পরিচয় দিন।
(৬) বিয়োগান্ত নাটক কাকে বলে? বিয়োগান্ত নাটকের বৈশিষ্ট্য কি?
(ড) পথ নাটক কাকে বলে? নাট্যকারের নামসহ দুটি পথ নাটকের নাম লিখুন।
(গ) মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন।
বাংলা-দ্বিতীয় পত্র
পূর্ণমান-১০০
সময়-৩ ঘণ্টা
১। যে-কোন একটি বিষয়ে রচনা লিখুন:-
(ক) মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস;
(খ) নদী ভাঙ্গন ও তার সম্ভাব্য প্রতিকার;
(গ) বিশ্ব জলবায়ু পরিবর্তন;
(ঘ) বাংলাদেশের জনশক্তি রপ্তানী;
(ঙ) বাংলাদেশে পাটশিল্পের ভবিষ্যৎ।
২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:-
(ক) পরিবেশ আন্দোলন:
(পরিবেশ আন্দোলনের সূচনা: এই আন্দোলনের কারণসমূহ: বিশ্ব পরিবেশ সচেতনতা; পরিবেশ আন্দোলনে বাংলাদেশের অবস্থান; এই আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; আন্দোলনের ভবিষ্যৎ: এই আন্দোলনে সরকারি-বেসরকারি সহযোগিতা।)
(খ) ভূমিকম্প:
(ভূমিকম্প কী এবং কেন হয়? ভূমিকম্পের পরিমাপ ও মারা; বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা; এর মাত্রা বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ অভিমত; ভূমিকম্প চলাকালে কী করণীয়; শেষ হলে কী কী করা কর্তব্য; ভূমিকম্প মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি; উপসংহার।)
(গ) সাংস্কৃতিক আগ্রাসন:
(দেশজ সংস্কৃতি; সংস্কৃতির বিশ্বায়নের সূচনা: বহি-সংস্কৃতির আগ্রাসন ও প্রসারণ; সাংস্কৃতিক আগ্রাসনে স্থানীয় সংস্কৃতির অবস্থা, বিশ্ব ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের ইতিবাচক দিক; স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ; সরকারের করণীয়।)
৩। যে-কোন একটি বিষয়ে পত্র লিখুন:-
(ক) স্কুল-কলেজের পাঠ্যপুস্তক ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি লিখুন।
(খ) আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পাঠের জন্য একটি মানপত্র রচনা করুণ।
(গ) বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণের যৌক্তিকতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইকে অনুপ্রাণিত করে একটি পত্র লিখুন।