Exam Date: May 27, 2011
বাংলা প্রথম পত্র
সময়-৩ ঘন্টা
পূর্ণমান-১০০
১. ক. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
১. সমস্ত প্রাণীকূলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।
২. মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।
৩. তোমার কটূক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।
৪. রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।
৫. কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।
৬. আমি বিভূতিভূষন বন্ধোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।
৭. পুকুর পরিস্কারের জন্য কর্তৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।
৮. অদ্যক্ষ মহুদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।
৯. বিষয়টি মত্তিক গ্রহন করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।
১০. অনুষ্টানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত।
১১. সেই ভীবৎসো ঘটনা এখনও বিস্মিত হতে পারি নি।
১২. লক্ষী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক।
খ. শূন্যস্থান পূরণ করুন:
__স্বাধীনতাযুগে সমাজপতিরা সমাজ-উন্নয়নে__ ধরতেন। ফলে, জন-অধিকার আদায়ের স্বপ্ন__ ছিল না। বর্তমানে__ ধনীরা সে পদ অধিকার করেছেন। তাই, জনগণের ___উন্নত জীবনের স্বপ্ন হয়ে উঠেছে যেন__।
গ. ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন
যে সহে, সে রহে
ঘ. নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন:
অভিহিত মূল্য; নির্ঘণ্ট; পরিবীক্ষণ; রূপরেখা; মোক্তারনামা; প্রাধিকার।
ঙ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন:
১. আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো। (সরল বাক্য)
২ এখনই না গেলে তার দেখা পাবে না। (যৌগিক বাক্য)
৩. পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন? (জটিল বাক্য)
৪. যদি পানিতে না নাম, তবে সাঁতার শিখতে পারবে না। (যৌগিক বাক্য)
৫. যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারি। (সরল বাক্য)
৬. সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। (জটিল বাক্য)
২. যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে):
ক. চাঁদেরও কলঙ্ক আছে।
খ. গঙ্গাজলে গঙ্গপূজো।
৩. সারমর্ম লিখুন
ক.
রূপনারানের কুলে
জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়,
সত্য যে কঠিন,
কঠিনের ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।
অথবা
খ. যতটুকু আবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বন্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বন্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান থাকা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত ঘটে। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। অর্থাৎ, যতটুকু মাত্র শিক্ষা আবশ্যক- তাহারই মধ্যে ছাত্রদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলেরা ভাল করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক. চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন।
খ. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন।
গ. 'মনসামঙ্গল' কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন।
ঘ. যুগসন্ধিক্ষণের কবি কে? কেন বলা হয়?
ঙ. বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যাসাগরের অবদান নির্দেশ করুন।
চ. বীরাঙ্গনা কাব্যের যে কোনো একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য লিখুন।
ছ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন।
জ. 'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা? এটি কোন ধরনের সৃষ্টিকর্ম?
ঝ. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত একটি মহিলা সমিতির পরিচয় দিন।
ঞ. 'কল্লোল যুগ' সম্পর্কে ধারণা দিন।
ট. জীবনানন্দ দাশের কবিতায় চিত্ররূপময়তার উপস্থিতি তুলে ধরুন।
ঠ. আখতারুজ্জামান ইলিয়াস অথবা হাসান আজিজুল হকের ঔপন্যাসিক পরিচয় দিন।
ড. ভাষা-আন্দোলনের প্রভাবে রচিত যে কোনো একটি ছোটগল্পের পরিচয় বিধৃত করুন।
ঢ. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সৈয়দ শামসুল হকের নাটক সম্পর্কে ধারণা দিন।
ণ. প্রাবন্ধিক হিসেবে আবদুল ওদুদ অথবা আহমদ শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
বাংলা-দ্বিতীয় পত্র
সময়-৩ ঘণ্টা
১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:
ক. সাহিত্যে আদর্শবাদ ও বাস্তববাদ;
খ. মানব-সম্পর্ক উন্নয়নে বিশ্বায়ন;
গ. বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার,
ঘ. আগামী পৃথিবী;
ঙ. গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ।
২. বন্ধনীর মধ্যে উল্লেখিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:
ক. শিশু সাহিত্য:
(সংজ্ঞা, প্রকৃতি ও পরিসর; শিশুর পাঠস্পৃহা গঠনে আকর্ষণ সৃষ্টি; শিশু সাহিত্যের প্রকারভেদ, প্রধান প্রধান শিশু সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম, শিশু সাহিত্যের ইতিহাস-ঐতিহ্য; শিশু সাহিত্যের ভাষা; প্রকরণশৈলী ও দুর্বোধ্যতা পরিহার; শিশুর চরিত্র গঠনে নৈতিক জিজ্ঞাসা ও কৌতূহল সৃষ্টি: উপসংহার।)
খ. বাংলাদেশের মৎস্য সম্পদ:
(মৎস্য সম্পদের গুরুত্ব। বাংলাদেশের মৎস্য পরিস্থিতি; বাংলাদেশে মাছের উৎস; মিঠা পানির মাছ, লোনা পানির মাছ: উৎস হিসেবে থামার; মৎস্য সম্পদ উন্নয়নের উপায়; রপ্তানির ব্যবস্থা।)
গ. দেশপ্রেম:
(সূচনা, স্বদেশ চেতনা; স্বদেশ প্রেমের স্বরূপ; দেশপ্রেমের প্রায়োগিক ক্ষেত্রসমূহ, দেশপ্রেম উদ্বুদ্ধকরণে আমাদের করণীয় নির্দেশ; দেশপ্রেম ও রাজনীতি-সয়াজনীতি; দেশপ্রেম ও সুষম অর্থনীতি; দেশপ্রেম উজ্জীবনে সাহিত্য-সংস্কৃতি, দেশপ্রেম ও নৈতিক আদর্শ, দেশপ্রেম ও বিশ্বপ্রেম সম্পর্ক, উপসংহার।)
৩. যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:
ক. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছোট ভাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ একটি পত্র লিখুন।
খ. পল্লী অঞ্চলের গণমানুষের চিকিৎসা সেবার অন্তরায়সমূহ চিহ্নিত করে সে সম্পর্কে কার্যকরী প্রস্তাব পাঠিয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নিকট একটি স্বারকলিপি রচনা করুন।
গ. আপনার উপজেলায় জনগণের জানোন্নয়নে একটি বহুমুখী পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা প্রতিপন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা করুন।
বাংলা প্রথম পত্র
সময়-৩ ঘন্টা
পূর্ণমান-১০০
১. ক. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
১. সমস্ত প্রাণীকূলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।
২. মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।
৩. তোমার কটূক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।
৪. রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।
৫. কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।
৬. আমি বিভূতিভূষন বন্ধোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।
৭. পুকুর পরিস্কারের জন্য কর্তৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।
৮. অদ্যক্ষ মহুদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।
৯. বিষয়টি মত্তিক গ্রহন করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।
১০. অনুষ্টানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত।
১১. সেই ভীবৎসো ঘটনা এখনও বিস্মিত হতে পারি নি।
১২. লক্ষী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক।
খ. শূন্যস্থান পূরণ করুন:
__স্বাধীনতাযুগে সমাজপতিরা সমাজ-উন্নয়নে__ ধরতেন। ফলে, জন-অধিকার আদায়ের স্বপ্ন__ ছিল না। বর্তমানে__ ধনীরা সে পদ অধিকার করেছেন। তাই, জনগণের ___উন্নত জীবনের স্বপ্ন হয়ে উঠেছে যেন__।
গ. ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন
যে সহে, সে রহে
ঘ. নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন:
অভিহিত মূল্য; নির্ঘণ্ট; পরিবীক্ষণ; রূপরেখা; মোক্তারনামা; প্রাধিকার।
ঙ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন:
১. আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো। (সরল বাক্য)
২ এখনই না গেলে তার দেখা পাবে না। (যৌগিক বাক্য)
৩. পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন? (জটিল বাক্য)
৪. যদি পানিতে না নাম, তবে সাঁতার শিখতে পারবে না। (যৌগিক বাক্য)
৫. যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারি। (সরল বাক্য)
৬. সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। (জটিল বাক্য)
২. যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে):
ক. চাঁদেরও কলঙ্ক আছে।
খ. গঙ্গাজলে গঙ্গপূজো।
৩. সারমর্ম লিখুন
ক.
রূপনারানের কুলে
জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়,
সত্য যে কঠিন,
কঠিনের ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।
অথবা
খ. যতটুকু আবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বন্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বন্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান থাকা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত ঘটে। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। অর্থাৎ, যতটুকু মাত্র শিক্ষা আবশ্যক- তাহারই মধ্যে ছাত্রদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলেরা ভাল করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়।
৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক. চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন।
খ. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন।
গ. 'মনসামঙ্গল' কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন।
ঘ. যুগসন্ধিক্ষণের কবি কে? কেন বলা হয়?
ঙ. বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যাসাগরের অবদান নির্দেশ করুন।
চ. বীরাঙ্গনা কাব্যের যে কোনো একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য লিখুন।
ছ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন।
জ. 'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা? এটি কোন ধরনের সৃষ্টিকর্ম?
ঝ. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত একটি মহিলা সমিতির পরিচয় দিন।
ঞ. 'কল্লোল যুগ' সম্পর্কে ধারণা দিন।
ট. জীবনানন্দ দাশের কবিতায় চিত্ররূপময়তার উপস্থিতি তুলে ধরুন।
ঠ. আখতারুজ্জামান ইলিয়াস অথবা হাসান আজিজুল হকের ঔপন্যাসিক পরিচয় দিন।
ড. ভাষা-আন্দোলনের প্রভাবে রচিত যে কোনো একটি ছোটগল্পের পরিচয় বিধৃত করুন।
ঢ. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সৈয়দ শামসুল হকের নাটক সম্পর্কে ধারণা দিন।
ণ. প্রাবন্ধিক হিসেবে আবদুল ওদুদ অথবা আহমদ শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
বাংলা-দ্বিতীয় পত্র
সময়-৩ ঘণ্টা
১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:
ক. সাহিত্যে আদর্শবাদ ও বাস্তববাদ;
খ. মানব-সম্পর্ক উন্নয়নে বিশ্বায়ন;
গ. বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার,
ঘ. আগামী পৃথিবী;
ঙ. গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ।
২. বন্ধনীর মধ্যে উল্লেখিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:
ক. শিশু সাহিত্য:
(সংজ্ঞা, প্রকৃতি ও পরিসর; শিশুর পাঠস্পৃহা গঠনে আকর্ষণ সৃষ্টি; শিশু সাহিত্যের প্রকারভেদ, প্রধান প্রধান শিশু সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম, শিশু সাহিত্যের ইতিহাস-ঐতিহ্য; শিশু সাহিত্যের ভাষা; প্রকরণশৈলী ও দুর্বোধ্যতা পরিহার; শিশুর চরিত্র গঠনে নৈতিক জিজ্ঞাসা ও কৌতূহল সৃষ্টি: উপসংহার।)
খ. বাংলাদেশের মৎস্য সম্পদ:
(মৎস্য সম্পদের গুরুত্ব। বাংলাদেশের মৎস্য পরিস্থিতি; বাংলাদেশে মাছের উৎস; মিঠা পানির মাছ, লোনা পানির মাছ: উৎস হিসেবে থামার; মৎস্য সম্পদ উন্নয়নের উপায়; রপ্তানির ব্যবস্থা।)
গ. দেশপ্রেম:
(সূচনা, স্বদেশ চেতনা; স্বদেশ প্রেমের স্বরূপ; দেশপ্রেমের প্রায়োগিক ক্ষেত্রসমূহ, দেশপ্রেম উদ্বুদ্ধকরণে আমাদের করণীয় নির্দেশ; দেশপ্রেম ও রাজনীতি-সয়াজনীতি; দেশপ্রেম ও সুষম অর্থনীতি; দেশপ্রেম উজ্জীবনে সাহিত্য-সংস্কৃতি, দেশপ্রেম ও নৈতিক আদর্শ, দেশপ্রেম ও বিশ্বপ্রেম সম্পর্ক, উপসংহার।)
৩. যে কোন একটি বিষয়ে পত্র লিখুন:
ক. জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছোট ভাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ একটি পত্র লিখুন।
খ. পল্লী অঞ্চলের গণমানুষের চিকিৎসা সেবার অন্তরায়সমূহ চিহ্নিত করে সে সম্পর্কে কার্যকরী প্রস্তাব পাঠিয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নিকট একটি স্বারকলিপি রচনা করুন।
গ. আপনার উপজেলায় জনগণের জানোন্নয়নে একটি বহুমুখী পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা প্রতিপন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা করুন।