বাংলাদেশ  সিভিল সার্ভিস (BCS)

৩৩তম বিসিএস লিখিত পরীক্ষা ২০১২ | বাংলা

Exam Date: October 7, 2012

Total Questions (12)

বাংলা পত্র প্রথম

সময়: ৩ ঘন্টা

পূর্ণমান: ১০০


১। (ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:

(১) এসব লোকগুলোকে আমি চিনি।

(২) তুমি আমার কাছে আরও প্রিয়তর।

(৩) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

(৪) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।

(৫) সে গাছ হইতে অবতরণ করিল।

(৬) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

(৭) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

(৮) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

(৯) আমি অপমান হয়েছি।

(১০) ইতোমধ্যে গ্রামের সমস্ত লোকেরা সভায় যোগ দিল।

(১১) নিরপরাধী লোক কাকেও ভয় করে না।

(১২) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।


(খ) শূন্যস্থান পূরণ করুন:-

বিদ্যা মানুষের মূল্যবান___, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু ___ তদপেক্ষাও মূল্যবান। অতত্রব, কেবল বিদ্বান বলিয়াই কোন লোক___ লাভেরযোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা___ আপনার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার___পরিত্যাগ করাই শ্রেয়।


(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন:- পুষ্প আপনার জন্য ফোটে না।

(ঘ) নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন:- সান্ত্বনা, উর্ধ্ব, ধিকৃত, আশিস, অচিন্ত্য, কটূক্তি।


(ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন:-

(১) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)

(২) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)

(৩) বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)

(৪) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)

(৫) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)

(৬) যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)


২। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ লিখুন (অনধিক ২০টি বাক্য):-

(ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।

(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।


৩। সারমর্ম লিখুন:-

(ক) একদা ছিল না জুতা চরণযুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে

গেলাম ভজনালয়ে ভজন কারণে।

দেখি সেথা একজন পদ নাহি তার

অমনি জুতার খেদ ঘুচিল আমার।

পরের দুঃখের কথা করিলে চিন্তন

আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

 

অথবা

 

খ) মহাসমুদ্রের শত বসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ( ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হ্রদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।


৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:-

(ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?

(খ) বাংলা গদ্যের জনক কে?

(গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।

(ঙ) বড়ুচণ্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন।

(চ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।

(ছ) 'অবসরের গান' কবিতাটি কার রচনা?

(জ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।

(ঝ) ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।

(ঞ) মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।

(ট) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।

(ঠ) বাংলাদেশের তিনজন বিশিষ্ট্য নাট্যকারের নাম লিখুন।

(ড) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম লিখুন।

(চ) বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন।

(ণ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কন ও রায়গুণাকর।


বাংলা দ্বিতীয় পত্র

পূর্ণমান: ১০০

সময়: ৩ ঘণ্টা


১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:-

(ক) মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;

(খ) দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজ শক্তির ভূমিকা,

(গ) বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্য;

(ঘ) বাঙালির বুদ্ধির মুক্তি আন্দোলন ও বাংলা সাহিত্য;

(ঙ) বাংলাদেশে ফোকলোর চর্চা।


১। বন্ধনীর মধ্যে উল্লিখিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:৪০

(ক) পরিবেশ আন্দোলন:

(পরিবেশের সংজ্ঞা; পরিবেশ আন্দোলনের সূচনা; পরিবেশ আন্দোলনের কারণসমূহ; বিশ্ব পরিবেশ সচেতনতা; পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা; পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; পরিবেশ আন্দোলনে সরকারি ও বেসরকারি সহযোগিতা; উপসংহার।)

 

(খ) নারীর ক্ষমতায়ন:

(সূচনা; বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট; প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান; নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ; উপসংহার।)

 

(গ) নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ:

(ভূমিকা; নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা; সমাজ ও জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা; নিয়মানুশীলনের প্রস্তুতিকাল; নিয়মানুবর্তিতা ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয়; নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি; নিয়মানুবর্তিতার ফলাফল; উপসংহার।)


৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন:-

(ক) বিদ্যালয় মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন।

 

(খ) আপনার অঞ্চলের কৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করতে একটি 'কমিউনিটি

খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন' মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।

 

(গ) মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে পৌর মেয়রকে পত্র লিখুন।


Total Questions (12)

বাংলা পত্র প্রথম

সময়: ৩ ঘন্টা

পূর্ণমান: ১০০


১। (ক) বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:

(১) এসব লোকগুলোকে আমি চিনি।

(২) তুমি আমার কাছে আরও প্রিয়তর।

(৩) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

(৪) তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।

(৫) সে গাছ হইতে অবতরণ করিল।

(৬) অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

(৭) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

(৮) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

(৯) আমি অপমান হয়েছি।

(১০) ইতোমধ্যে গ্রামের সমস্ত লোকেরা সভায় যোগ দিল।

(১১) নিরপরাধী লোক কাকেও ভয় করে না।

(১২) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।


(খ) শূন্যস্থান পূরণ করুন:-

বিদ্যা মানুষের মূল্যবান___, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু ___ তদপেক্ষাও মূল্যবান। অতত্রব, কেবল বিদ্বান বলিয়াই কোন লোক___ লাভেরযোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা___ আপনার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার___পরিত্যাগ করাই শ্রেয়।


(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন:- পুষ্প আপনার জন্য ফোটে না।

(ঘ) নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন:- সান্ত্বনা, উর্ধ্ব, ধিকৃত, আশিস, অচিন্ত্য, কটূক্তি।


(ঙ) নির্দেশানুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন:-

(১) শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন। (সরল বাক্য)

(২) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক বাক্য)

(৩) বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল বাক্য)

(৪) সে যেমন কৃপণ তেমন চালাক। (যৌগিক বাক্য)

(৫) সে এমএ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি। (জটিল বাক্য)

(৬) যখন বৃষ্টি থামলো, তখন আমরা স্কুলে রওনা হলাম। (যৌগিক বাক্য)


২। যে কোনো একটির ভাব-সম্প্রসারণ লিখুন (অনধিক ২০টি বাক্য):-

(ক) শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম।

(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।


৩। সারমর্ম লিখুন:-

(ক) একদা ছিল না জুতা চরণযুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে

গেলাম ভজনালয়ে ভজন কারণে।

দেখি সেথা একজন পদ নাহি তার

অমনি জুতার খেদ ঘুচিল আমার।

পরের দুঃখের কথা করিলে চিন্তন

আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

 

অথবা

 

খ) মহাসমুদ্রের শত বসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ( ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হ্রদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।


৪। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:-

(ক) চর্যাপদ কে আবিষ্কার করেন?

(খ) বাংলা গদ্যের জনক কে?

(গ) প্রাবন্ধিক হিসেবে হুমায়ুন আজাদের কৃতিত্ব আলোচনা করুন।

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগল্পের নাম লিখুন।

(ঙ) বড়ুচণ্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন।

(চ) তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন।

(ছ) 'অবসরের গান' কবিতাটি কার রচনা?

(জ) মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন।

(ঝ) ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন।

(ঞ) মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন।

(ট) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন।

(ঠ) বাংলাদেশের তিনজন বিশিষ্ট্য নাট্যকারের নাম লিখুন।

(ড) বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম লিখুন।

(চ) বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন।

(ণ) কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কন ও রায়গুণাকর।


বাংলা দ্বিতীয় পত্র

পূর্ণমান: ১০০

সময়: ৩ ঘণ্টা


১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:-

(ক) মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;

(খ) দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজ শক্তির ভূমিকা,

(গ) বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্য;

(ঘ) বাঙালির বুদ্ধির মুক্তি আন্দোলন ও বাংলা সাহিত্য;

(ঙ) বাংলাদেশে ফোকলোর চর্চা।


১। বন্ধনীর মধ্যে উল্লিখিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:৪০

(ক) পরিবেশ আন্দোলন:

(পরিবেশের সংজ্ঞা; পরিবেশ আন্দোলনের সূচনা; পরিবেশ আন্দোলনের কারণসমূহ; বিশ্ব পরিবেশ সচেতনতা; পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা; পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; পরিবেশ আন্দোলনে সরকারি ও বেসরকারি সহযোগিতা; উপসংহার।)

 

(খ) নারীর ক্ষমতায়ন:

(সূচনা; বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট; প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান; নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ; উপসংহার।)

 

(গ) নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ:

(ভূমিকা; নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা; সমাজ ও জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা; নিয়মানুশীলনের প্রস্তুতিকাল; নিয়মানুবর্তিতা ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয়; নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি; নিয়মানুবর্তিতার ফলাফল; উপসংহার।)


৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন:-

(ক) বিদ্যালয় মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন।

 

(খ) আপনার অঞ্চলের কৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করতে একটি 'কমিউনিটি

খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন' মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।

 

(গ) মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে পৌর মেয়রকে পত্র লিখুন।