Exam Date: March 24, 2014
বাংলা পত্র প্রথম
বিষয় কোড: ০০১
[সাধারণ এবং কারিগরি/ পেশাগত ক্যাডারের জন্য।
নির্ধারিত সময়-৪ ঘণ্টা। পূর্ণমান-২০০
১। (ক) বাক্যগুলো শুদ্ধ করুন:
(১) তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
(২) এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
(৩) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
(৪) তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
(৫) সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
(৬) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
(৭) আমি অপমান হয়েছি।
(৮) এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
(৯) এ তো তার দূর্লভ সৌভাগ্য।
(১০) তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
(১১) বালকটি আরোগ্য হয়েছে।
(১২) সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞান, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
(খ) যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন:
(১) সুখের দিনে অমন ____মাছি কত দেখা যায়।
(২) পরীক্ষায় পাস করার জন্য সে___ পণ করেছে।
(৩) তার সঙ্গে___ দেখা হয়।
(৪) তাঁর অকাল মৃত্যু এ সংসারে___ হয়ে দেখা দিল।
(৫) ছলের টাকা____যায়।
(৬) আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই___।
(গ) ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন;
আগে-পিছে লণ্ঠন, কাজের বেলা ঠনঠন।
(ঘ) বাগধারা ব্যবহার করে বাক্যরচনা করুন:
টনক নড়া; ডামাডোল; কাষ্ঠহাসি, গোড়ায় গলদ; লেফাফা দুরস্ত; লেজে গোবরে।
(ঙ) বাংলা পরিভাষা লিখুন:
Abrogate; Booking, Bibliography, Execute; Agenda; Deed.
৩. সারমর্ম লিখুন:
(ক)
হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও জাগার গানে;
সবার প্রাণে।
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে।
ধ্বংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে। হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।
অথবা
(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব পবিত্রতা আনে সাধকজনে বিস্তারিত তার মত কে জানে?
৪. অতি সংক্ষেপে উত্তর লিখুন:
(ক) 'চর্যাপদ' কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
(খ) বাংলা লিপির উৎস কী?
(গ) 'মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ঘ) 'চীদাস সমস্যা কী?
(ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
(চ) বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
(ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন?
(জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
(ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
(ট) বাংলাদেশের প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল।
(ঠ) 'মজলুম আদিব' কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
(ড) রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
(ঢ) 'পৃথক পলঙ্কে'র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন।
(গ) 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' কি? এর লেখক কে?
বাংলা দ্বিতীয় পত্র
সময়: ৩ ঘন্টা
পূর্ণমান: ১০০
১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:-
(ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
(খ) তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যমে;
(গ) বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগ: সংকট ও সম্ভাবনা,
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর কবি ও কর্মী,
(ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।
২। বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:-
(ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদের রুপান্তর কর্মমুখী শিক্ষা:
(কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব, বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যুযোগপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজারে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।)
খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ:
(সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্য; ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
(গ) লৈঙ্গিক সমতাবোধ:
(লৈঙ্গিক সমতার ধারণা, কেন বিভাজন?, অসমতা কি প্রাকৃতিক? অসমতার উৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।)
৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন:-
(ক) আপনার এলাকায় অনুন্নত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রভৃতি উন্নয়নকারী একজন বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন।
(খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ায় নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির চর্চায় নেতিবাচক প্রভাব পড়তে পারে- এ আশঙ্কা জানিয়ে এবং মাঠটির সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদনপত্র লিখুন।
(গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদন পত্র লিখুন।
বাংলা পত্র প্রথম
বিষয় কোড: ০০১
[সাধারণ এবং কারিগরি/ পেশাগত ক্যাডারের জন্য।
নির্ধারিত সময়-৪ ঘণ্টা। পূর্ণমান-২০০
১। (ক) বাক্যগুলো শুদ্ধ করুন:
(১) তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
(২) এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
(৩) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
(৪) তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
(৫) সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
(৬) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
(৭) আমি অপমান হয়েছি।
(৮) এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
(৯) এ তো তার দূর্লভ সৌভাগ্য।
(১০) তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
(১১) বালকটি আরোগ্য হয়েছে।
(১২) সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞান, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
(খ) যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন:
(১) সুখের দিনে অমন ____মাছি কত দেখা যায়।
(২) পরীক্ষায় পাস করার জন্য সে___ পণ করেছে।
(৩) তার সঙ্গে___ দেখা হয়।
(৪) তাঁর অকাল মৃত্যু এ সংসারে___ হয়ে দেখা দিল।
(৫) ছলের টাকা____যায়।
(৬) আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই___।
(গ) ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন;
আগে-পিছে লণ্ঠন, কাজের বেলা ঠনঠন।
(ঘ) বাগধারা ব্যবহার করে বাক্যরচনা করুন:
টনক নড়া; ডামাডোল; কাষ্ঠহাসি, গোড়ায় গলদ; লেফাফা দুরস্ত; লেজে গোবরে।
(ঙ) বাংলা পরিভাষা লিখুন:
Abrogate; Booking, Bibliography, Execute; Agenda; Deed.
৩. সারমর্ম লিখুন:
(ক)
হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও জাগার গানে;
সবার প্রাণে।
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে।
ধ্বংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে। হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।
অথবা
(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব পবিত্রতা আনে সাধকজনে বিস্তারিত তার মত কে জানে?
৪. অতি সংক্ষেপে উত্তর লিখুন:
(ক) 'চর্যাপদ' কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
(খ) বাংলা লিপির উৎস কী?
(গ) 'মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ঘ) 'চীদাস সমস্যা কী?
(ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
(চ) বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
(ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন?
(জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
(ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
(ট) বাংলাদেশের প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল।
(ঠ) 'মজলুম আদিব' কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
(ড) রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
(ঢ) 'পৃথক পলঙ্কে'র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন।
(গ) 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' কি? এর লেখক কে?
বাংলা দ্বিতীয় পত্র
সময়: ৩ ঘন্টা
পূর্ণমান: ১০০
১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন:-
(ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
(খ) তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যমে;
(গ) বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগ: সংকট ও সম্ভাবনা,
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর কবি ও কর্মী,
(ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।
২। বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন:-
(ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদের রুপান্তর কর্মমুখী শিক্ষা:
(কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব, বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যুযোগপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজারে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।)
খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ:
(সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্য; ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
(গ) লৈঙ্গিক সমতাবোধ:
(লৈঙ্গিক সমতার ধারণা, কেন বিভাজন?, অসমতা কি প্রাকৃতিক? অসমতার উৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।)
৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন:-
(ক) আপনার এলাকায় অনুন্নত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রভৃতি উন্নয়নকারী একজন বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন।
(খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ায় নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির চর্চায় নেতিবাচক প্রভাব পড়তে পারে- এ আশঙ্কা জানিয়ে এবং মাঠটির সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদনপত্র লিখুন।
(গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদন পত্র লিখুন।