Exam Date: December 4, 2021
বিষয় কোড: ০০১ ও ০০২
নির্ধারিত সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-২০০
বাংলা প্রথম পত্র বিষয় কোড: ০০১
১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক। নিচের প্রতিটি উপসর্গযোগে দুটি করে শব্দগঠন করুন।
অনা, আ, পরা, অব, নির, বি
খ। বাংলা একাডেমি প্রণীত 'প্রমিত বাংলা বানানোর নিয়ম' অনুসারে তৎসম শব্দের বানানের সূত্রসমূহ দৃষ্টান্তসহ লিখুন।
গ। নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন।
(১) গাছটি সমূলসহ উৎপাটন হয়েছে।
(২) ঘষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে।
(৩) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
(৪) কেবলমাত্র তার বৈমাত্রেয় সহোদর উপস্থিত ছিল।
(৫) দুরাকাঙ্ক্ষা সর্বদা পরিত্যজ্য।
(৬) পরবর্তীতে এলে তার অপমান হওয়ার সম্ভাবনা আছে।
ঘ। নিচের বাগধারা ও প্রবাদ-প্রবচনগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্যগঠন করুন:
জড়ভরত, হাড়হদ্দ, ডাকাবুকো, সাত ঘাটের কানাকড়ি, উনা ভাতে দুনা বল, বাঁশের চেয়ে কঞ্চি দড়।
ঙ। পাশে প্রদত্ত নির্দেশ অনুসারে বাক্যগুলো রূপান্তর করুন:
(১) যা করবার তা করেছি। (সরল বাক্য)
(২) আমৃত্যু এ কথা মনে রাখব। (জটিল বাক্য)
(৩) কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক বাক্য)
(৪) কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য)
(৫) মাতৃভূমিকে সবাই ভালবাসে। (নেতিবাচক বাক্য)
(৬) পাখিটি খুবই সুন্দর। (বিস্ময়বাচক বাক্য)
২. ভাব-সম্প্রসারণ করুন:
ক। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
অথবা
খ। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
৩ সারমর্ম লিখুন:
ক। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ।
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি-কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে।
অথবা
খ। জীবনের একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ। প্রত্যেক কাজে যার আনন্দ তারচেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ পেতে জানে আমরা তাকে দেখে বিস্মিত হই। কারণ নিত্যকার কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভন করেছে এবং পরিপার্শ্বসহ আরও দশজনের জীবনকে আনন্দময় করে তুলেছে। এই যে এমন এক অমূল্য স্ফূর্তি যার ফলে সংসারকে মরুভূমি বলে বোধ না হয়ে পারিজাত কানন বলে মনে হয়, এই বোধের সন্ধান সকলে পায় না- যে পায় সে ভাগ্যবান। এমন আনন্দময় মানুষের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে পঙ্কিলতা আপনা-আপনি দূরে পালায়। সেখানে প্রেম-পবিত্রতা সর্বদা বিরাজ করে।
৪. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
ক। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন।
খ। বৈষ্ণব পদাবলিগুলোর বিষয়বস্তু ও রচনাকৌশল সম্পর্কে ধারণা দিন।
গ। মাইকেল মধুসুদন দত্তের সনেটের বৈশিষ্ট্য চিহ্নিত করুন।
ঘ। 'বিষাদ-সিন্ধু'র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
ঙ। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি রূপক-সাংকেতিক নাটকের নাম লিখুন।
চ। কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতায় মিথের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন।
ছ। রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্ম ও রচনার বৈশিষ্ট্য নির্ধারণ করুন।
জ। 'পথের পাঁচালী' উপন্যাসের 'বল্লালী বালাই' অংশটির নামকরণের তাৎপর্য লিখুন।
ঝ। জসীম উদ্দীনের একটি কাহিনিকাব্যের বৈশিষ্ট্য লিখুন।
ঞ। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর বিশিষ্টতা নির্দেশ করুন।
বিষয় কোড: ০০১
১ বাংলায় অনুবাদ করুন:
Blue economy means extraction of the resources of sea for the growth of an ecocnomy. Bangladesh has settled maritime boundary disputes with Myanmar in 2012 and with India in 2014 through an arbitral method It is estimated that Bangladesh has acquired 118,813 square kilometres of the Bay of Bengal. It is estimated that the resources from the sea of Bangladesh constitute 81 percent of the resources existing in its land territory. Within the jurisdiction of Bangladesh, the sea is endowed with immense and precious natural resources, living and non- living. Besides fish and other living animals, Bangladesh could also have gas fields as it is reported that Myanmar has discovered a large gas field on its area of the sea. We need to preserve the ecosystems of the seas which are reportedly being degraded at an unprecedented rate, and this is not an issue only for Bangladesh. It should be addressed in cooperation with other countries.
২. বাঙালির স্বাধীনতা আন্দোলনে উনসত্তরের গণঅভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে ছাত্র ও শিক্ষকের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন বা সংলাপ রচনা করুন।
৩. ক। বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে নির্দেশনাসহ দৈনিক সংবাদপত্রে ১৫
প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করুন।
অথবা
খ। পেশাগত জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষাতেও সমান দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দিয়ে ছোট বোনকে একটি পত্র লিখুন।
8. মুক্তিযুদ্ধের ইতিহাস-বিষয়ক যে-কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন।
৫. যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন
ক। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
খ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনস্থান
গ। সংক্রামক রোগ ও জনসচেতনতা
ঘ। নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ
ঙ। বৃদ্ধাশ্রম
বিষয় কোড: ০০১ ও ০০২
নির্ধারিত সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-২০০
বাংলা প্রথম পত্র বিষয় কোড: ০০১
১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক। নিচের প্রতিটি উপসর্গযোগে দুটি করে শব্দগঠন করুন।
অনা, আ, পরা, অব, নির, বি
খ। বাংলা একাডেমি প্রণীত 'প্রমিত বাংলা বানানোর নিয়ম' অনুসারে তৎসম শব্দের বানানের সূত্রসমূহ দৃষ্টান্তসহ লিখুন।
গ। নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন।
(১) গাছটি সমূলসহ উৎপাটন হয়েছে।
(২) ঘষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে।
(৩) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
(৪) কেবলমাত্র তার বৈমাত্রেয় সহোদর উপস্থিত ছিল।
(৫) দুরাকাঙ্ক্ষা সর্বদা পরিত্যজ্য।
(৬) পরবর্তীতে এলে তার অপমান হওয়ার সম্ভাবনা আছে।
ঘ। নিচের বাগধারা ও প্রবাদ-প্রবচনগুলো ব্যবহার করে অর্থপূর্ণ বাক্যগঠন করুন:
জড়ভরত, হাড়হদ্দ, ডাকাবুকো, সাত ঘাটের কানাকড়ি, উনা ভাতে দুনা বল, বাঁশের চেয়ে কঞ্চি দড়।
ঙ। পাশে প্রদত্ত নির্দেশ অনুসারে বাক্যগুলো রূপান্তর করুন:
(১) যা করবার তা করেছি। (সরল বাক্য)
(২) আমৃত্যু এ কথা মনে রাখব। (জটিল বাক্য)
(৩) কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক বাক্য)
(৪) কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য)
(৫) মাতৃভূমিকে সবাই ভালবাসে। (নেতিবাচক বাক্য)
(৬) পাখিটি খুবই সুন্দর। (বিস্ময়বাচক বাক্য)
২. ভাব-সম্প্রসারণ করুন:
ক। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
অথবা
খ। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
৩ সারমর্ম লিখুন:
ক। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ।
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি-কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে।
অথবা
খ। জীবনের একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ। প্রত্যেক কাজে যার আনন্দ তারচেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ পেতে জানে আমরা তাকে দেখে বিস্মিত হই। কারণ নিত্যকার কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভন করেছে এবং পরিপার্শ্বসহ আরও দশজনের জীবনকে আনন্দময় করে তুলেছে। এই যে এমন এক অমূল্য স্ফূর্তি যার ফলে সংসারকে মরুভূমি বলে বোধ না হয়ে পারিজাত কানন বলে মনে হয়, এই বোধের সন্ধান সকলে পায় না- যে পায় সে ভাগ্যবান। এমন আনন্দময় মানুষের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে পঙ্কিলতা আপনা-আপনি দূরে পালায়। সেখানে প্রেম-পবিত্রতা সর্বদা বিরাজ করে।
৪. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন:
ক। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন।
খ। বৈষ্ণব পদাবলিগুলোর বিষয়বস্তু ও রচনাকৌশল সম্পর্কে ধারণা দিন।
গ। মাইকেল মধুসুদন দত্তের সনেটের বৈশিষ্ট্য চিহ্নিত করুন।
ঘ। 'বিষাদ-সিন্ধু'র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
ঙ। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি রূপক-সাংকেতিক নাটকের নাম লিখুন।
চ। কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতায় মিথের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন।
ছ। রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্ম ও রচনার বৈশিষ্ট্য নির্ধারণ করুন।
জ। 'পথের পাঁচালী' উপন্যাসের 'বল্লালী বালাই' অংশটির নামকরণের তাৎপর্য লিখুন।
ঝ। জসীম উদ্দীনের একটি কাহিনিকাব্যের বৈশিষ্ট্য লিখুন।
ঞ। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর বিশিষ্টতা নির্দেশ করুন।
বিষয় কোড: ০০১
১ বাংলায় অনুবাদ করুন:
Blue economy means extraction of the resources of sea for the growth of an ecocnomy. Bangladesh has settled maritime boundary disputes with Myanmar in 2012 and with India in 2014 through an arbitral method It is estimated that Bangladesh has acquired 118,813 square kilometres of the Bay of Bengal. It is estimated that the resources from the sea of Bangladesh constitute 81 percent of the resources existing in its land territory. Within the jurisdiction of Bangladesh, the sea is endowed with immense and precious natural resources, living and non- living. Besides fish and other living animals, Bangladesh could also have gas fields as it is reported that Myanmar has discovered a large gas field on its area of the sea. We need to preserve the ecosystems of the seas which are reportedly being degraded at an unprecedented rate, and this is not an issue only for Bangladesh. It should be addressed in cooperation with other countries.
২. বাঙালির স্বাধীনতা আন্দোলনে উনসত্তরের গণঅভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে ছাত্র ও শিক্ষকের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন বা সংলাপ রচনা করুন।
৩. ক। বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে নির্দেশনাসহ দৈনিক সংবাদপত্রে ১৫
প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করুন।
অথবা
খ। পেশাগত জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষাতেও সমান দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দিয়ে ছোট বোনকে একটি পত্র লিখুন।
8. মুক্তিযুদ্ধের ইতিহাস-বিষয়ক যে-কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন।
৫. যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন
ক। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
খ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনস্থান
গ। সংক্রামক রোগ ও জনসচেতনতা
ঘ। নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ
ঙ। বৃদ্ধাশ্রম