পদের নাম: ফ্লাইট "টুয়ার্ড (পুরুষ)/ ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)
বেতন ও ভাতা: (বেতন বিভাগ-৪র্থ প্রশাসন)
বেতন স্কেল। টাঃ ১৫,৯০০/---৩৮,৪০০/- এবং আনুষঙ্গিক ভাতাদি।
খ) উৎসব ভাতা।
গ) দেশে ও বিদেশে প্রশিক্ষণ।
ঘ) বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা।
ঙ) উন্নত চিকিৎসা সুবিধা।
চ) ইউনিফর্ম ভাতা।
ছ) বয়স: ১৯-২৫ বছর (৩০-০৯-২০২৪ খ্রিঃ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
পদ সংখ্যা: ফ্লাইট স্টুয়ার্ড ২৫টি
ফ্লাইট স্টুয়ার্ডেস ২৫টি
শিক্ষাগত যোগ্যতাঃ
১) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
২) এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ৩) 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম "ডি" থাকতে হবে।
৪) উচ্চতা: সর্বনিম্ন ১৬৮ সে.মি. (পুরুষ) এবং সর্বনিম্ন ১৬১ সে.মি. (নারী): ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫ ২৫.০)।
৫) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।
৬) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
৭) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
৮) কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে
৯) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ
নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
১০ ) GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
১১) নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড/ ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি)-এ ০৩ মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে।
* বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে ০৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে ০৩ বছর মেয়াদের সর্বোচ্চ ০৪ বার চাকুরি নবায়ন করা যেতে পারে।
পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল-টা: ১২,৫০০/---৩০,২৩০/- (বেতন বিভাগ-৩ (২) প্রশাসন)
বয়স: ৩০-০৯-২০২৪ খ্রিঃ তারিখে অনুর্দ্ধ অথবা ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
পদ সংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
১) যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে। অথবা , স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় ১ম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে)।
২) অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
৫) উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫'৬” এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫'৪" থাকতে হবে।
৬) স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
৭) সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।